বৃষ্টিভেজা কন্যা । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita bristi veja konna

বৃষ্টিভেজা কন্যা


আমি বৃষ্টিভেজা কন্যার মতো
 তোমায় দেখেছি খোলা আকাশের নিচে,
যেখানে ফোটা ফোটা বৃষ্টির জল আর
                        ঝাপটা উদাসী বাতাশে।

আমি দেখেছি তোমায় খেলা করিতে
                        ছোট বালিকার সাথে,
এক গাল ভরা হাসি তোমার
            অনেক পাওয়া বুঝি এ বর্ষাতে।
আমি তোমায় দেখেছি,
       আর দেখেছি বাশ বাগানের হাওয়া,
শুকনা এই বালির বুকে
                        শ্রাবনের ধারা পাওয়া।
আমি তোমায় দেখেছি,দেখেছি সাথে
                        ষোড়শীর ভেজা অঙ্গো
যেখানে মেতেছিলে তুমি খেলায়,
                        কিশরী মনের সঙ্গো।
আমি দেখেছি তোমার বৃষ্টিভেজা
 শাপলা ফোটা বদন
কাছে টেনে নিয়েছিল সে

                        বৃষ্টির জলের মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ