বৃষ্টি ভেজা সন্ধ্যা এলেই । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita brristi veja sondha elei

বৃষ্টি ভেজা সন্ধ্যা এলেই

 
বৃষ্টি ভেজা সন্ধ্যা এলেই
-শহুরে ল্যাপষ্টের আধো আলো
        মনে করিয়ে দেয় অস্পষ্ট বেদনার রঙ
বিরক্তকর পথচলাতে ভয় পাই মেঘ কালো
        যদি নেমে আসে মনের গভিরে।
বৃষ্টি ভেজা সন্ধ্যা এলেই
-বুকের ভিতরটা নির্জন পথে
        হেটে যাওয়া কোন মানবীর
ভয়ে কেপে উঠা নিরবতায় যায় ভিজে
        কি জানি ভয় তোমাকে হারনোর।

তুমি  অবুঝ আজও বৃষ্টি স্নাত মনে
        অপেক্ষা দুয়ারে আনান্দের খোজে
আমিও ঠিক তেমনী অপেক্ষা ক্ষনে
        একাকী হতে চলেছি নির্বাসনে নিজের সাথে নিজে।
বৃষ্টি ভেজা সন্ধ্যা এলেই মনে পড়ে কথা ছিল
                আসবো ফিরে যতটা কম সময়ে ঘরে
কি জানি এটাও ভাবানন্তর মনের চাওয়া ছিল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ