হাজারো কল্পোনাতে । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita hajaro kolponate

হাজারো কল্পোনাতে


ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি
            কখন যে দাগ কেটে গেছে মনের জানালায়
অনেকটা না বুঝার অবসরে সে সুখ ক্ষনটি
            এখনও আমাকে একাকী ভাবায়।
যেখানে দখিনা বাতাশে উড়ে পড়া কেশ
            কি জানি সে সময় লেগেছিল বেশ
আজো তার মুখ খানি ভেসে উঠে হৃদেয়ের ক্যানভাসে
            আবছা লাগে তবে বেশ ভালো
মনে চোখ দিয়ে দেখা সে স্বৃতিতে
            প্রদ্বিপের জ্বলা মিটি মিটি আলো।


ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি
            মাঝে মাঝে চুল উড়ে পড়ে মুখবয়
কি অপুর্ব শিল্পির আকা ছবিটি
            এখন ভেসে উঠে শরতের নির্মল জ্যোৎস্নায়।
কোন এক শীতের শেষ বিকেলে
            খোলা মাঠের শেষ প্রান্তরে
যেখানে আকাশ সাথে মাঠ গেছে মিলে
            যদি মনে পড়ে তো খুজে নিয়ো তার ওপাড়ে।
আমি কুয়াশার চাদরে দুর্বা ঘাসের সাথে
            বিন্দু বিন্দু জলে থাকবে মেয়ে
তোমাদের আসা যাওয়া আর ভাবনাতে
            অজানা পথে হাজারো কল্পোনাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ