মানুষ্য জীবন । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita manusso jibon



মানুষ্য জীবন

 
বেচেঁ থাকার নামই কি মানুষ্য জীবন
            এর বাইরে কি আর কিছু নেই
কোন স্বপ্নো দেখার অধিকার      
            অথবা স্বপ্নো দেখাবার মন।
বেচেঁ থাকার নামই কি মানুষ্য জীবন
            এর বাইরে কি থাকবে না কোন চাওয়া
যদি তাই হয় তবে কেন এক প্রতিক্ষন
            ভীর করে মনে জানালায় নিয়ে হাজারও চাওয়া।
বেচেঁ থাকার নামই কি মানুষ্য জীবন
            তবে কি আছে পার্থক্য অন্যা প্রানীদের সাথে
অনুভুতি গুলি যদি বিলুপ্ত হত
            তবে নাহ মন পারতো মানতে।


এত না পাওয়ার পড় বলি এই তো বেচেঁ আছি
            হ্যাঁ প্রানতো আছে প্রানী বটে
এ সুন্দর ভুবনে সবার মাঝে আছি আমি
            থাকতে চাই মানুষ না হয় প্রানী বলে।
এতোটুকু অধিকার চেয়েই আছি বেচেঁ
            মানুষ্য সমাজে আমি আমরা মানুষ বেশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ