মন পথের পানে । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita mon pother pane

মন পথের পানে

 
তোমাকে নিয়ে না ভাবলে কবিতা লেখা হত না আমার
            খোজা হত না কবিতা আর প্রেমের বন্ধন
হত অক্ষর গুলি গাথা শব্দো মালার
            যাতে সুখ খুজে পেতে চায় মন।
তোমার হাতটি না ধরলে জৎস্না দেখা হত না
            রাত্ দ্বি-প্রহরে নির্জনাতা ভেদ করে
পুর্নিমা চাঁদকে বলা হত না
            এসো টিপ হওনা আমার প্রিয়ার কপালে।

তোমাকে ভাল না বাসলে বুঝিতে না পারতাম
             শত জনম বাচার আশা
কাকে বলে প্রেমের মায়া
            হৃদয় বাধা ভালবাসা।
তোমার চোখে মায়তে বাধা শত পাওয়ার চাহনিতে
            বোঝা হত হয়তো তাকে পুর্ন এক জীবনে
যেথায় আছে আমার স্বপ্নো বাধনে

            মন পথের পানে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ