রাত বাড়িতেছে । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita rat baritache



রাত বাড়িতেছে


রাত বাড়িতাছে আর বাড়িতাছে
            রাতে অন্ধকারময়তা,
ল্যাম্পোস্টের আধো আলোতে
            অচেনা শহরের আভা।
রাত বাড়িতাছে , বাড়িতাছে রাতের নির্জনতা
            পথঘাটে উটক জামেলার ভয়
পথিকের ভিতি বেড়ে চলা সময়ে
            কি এক অজানা ভয়ে কি হয়।
রাত বাড়িতাছে , রাস্তার মোড়ে মোড়ে
            ট্রাফিক পুলিশে ঝামেলা,
ফুটপাতের শীর্ন রমনী শত ভয়
            কি হয় কি এ বেচে থাকায়।
রাত বাড়িতাছে, নগর উদ্দ্যানে
            বেড়েছে সস্তা মেকাপের রমনী
তারে কিনে নিতে সামান্য প্রেমা দামে
            মানব প্রেম্ ক্ষীন ক্ষন রজনী।
রাত বাড়িতাছে, কমিতাছে পথিকের চলা
            মানুষ্য কলাহল ছেড়ে বেড়ে নিরবতা
বেড়ে নেশার পেয়ালায়, চুমুকের মান
            ভুলে থাকা শত জনমের অপ্রাপ্যতার অভিমান।
  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ