বসন্ত আসুক । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita bosonto asuk

বসন্ত আসুক

 
বসন্ত ফুলের কলিতে আসুক আর না আসুক
চাইব সে সব মনে বসন্ত আসুক
যাদের মনটা কুকড়ে গেছে প্রবল শীতে
মাঘ মাসের নিদারুন একাকী রাতে।
প্ত্র পল্লবে যে আসতেই হবে  বসন্তকে
এটা আমি কখনি বলিনি তাকে
চাওয়া ছিল সে যেন আসে
শীতের বিদায়ে কন এক গধুলী বিকেলে।
বসন্ত আসুক না যুগলে মনে
শত সহস্র বছর ধরে সে সব তরুন প্রানে
যে প্রান গেয়ে যেতে চায় সে গান
যেখানে বেচে আছে শান্তি সম প্রান।


শিমুলের ডালে ডালে যদি সাজে
সময়ের নব্বধু সাজ
তবে আমার কবিতায় তারে
লিখে যাওয়াটা কি অর্থহীন কাজ।
কিশড়ীর রঙ্গিন শাড়ির আচলে
যদি বসন্ত আসে বার বার ফিরে
তবে কি তারে আমি দিব ফিরে
ছিলাম কবে এ হীন মনাতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ