অস্পস্টো ভালবাসাতে । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita osposto valobasate


অস্পস্টো ভালবাসাতে

 
অস্পস্টো ভালবাসাতে বেড়ে গেছে রাতের নির্ঘুমতা
দুরের নির্জন শহরের পথ ঘাটে
নিস্তব্ধায় ভিতু মনের আকাশে
মিট্মিটে জ্বলে উঠা হাজার নক্ষত্রের মেলা।
কাঠের ঘুনে পোকার বিরক্তর আওয়াজ
যেন জীবনের প্রথম এমন রাত
প্রতিক্ষা শেষে ফলাফল শুন্যতার ভয়
জড়তায় কুকড়ে উঠাতে শব্দহীন আওয়াজ।


আহত ডানায়  ভরে উড়ে চলা গাংচিলের সময়
যেন অসময়কে ভুলে বাচার আপ্রান চেষ্টা
কি যেন, অদ্ধভুত মন বাসনায়
পাওয়া না পাওয়ার হিসাব ছারা।
তোমাকে ভুলে থাকার বৃথা চেষ্টায়
নিজের সাথে নিজে করে চলছি প্রতারনা
ভেবেছিলাম এটাই সত্য তোমাকে না পাওয়ায়
স্বপ্নো বালিকাতে তুমি রবে অনিন্তা।
ক্লান্ত শরিরে নিঃস্ব হাতে ঘরে ফেরাতে
কে যেন বার বার কেদে যায় মনে
 অদ্ধভুত সে শান্ত ক্ষনে শুধুই তাকে
তোমাকে ভুলে, এক  অস্পস্টো ভালবাসাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ