খুজে ফিরি তোমার ভালোবাসা । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita khuje firi tomar valobasha

খুজে ফিরি তোমার ভালোবাসা


আমি আজো পৃথীবির বুকে
          ক্ষুদ্র মানব বেশে চেয়ে গেছি শুধু
চৈতী খরতাপে পুরে যাওয়া এ জমিনে
মুরুময় প্রান্তর ধুধু।
খুজে ফিরি তোমার ভালবাসা
-হয়ে চাতক পাখি
ভুলে গিয়ে হাজার নিরাশা
                   -হতাশার হাতছানি।
তবুও কোন এক মধ্যরাতের দুবে যাওয়া চাঁদে
          ছায়াময়তা ভরা আধারের ভিরে
মুখ লুকিয়ে থাকা আশা, ঘুমন্ত পাখির পালকে
          জেগে উঠে প্রতিটি প্রভাতে।
দুরন্ত জীবনে ক্লান্ত মুসাফির দেহে
          অসংখ্য অবসাদের পদ চিহ্ন গেছে ফেলে
তেমনি এক ক্লান্ত বিকালে তোমার খোজে
          পাল উড়িয়েছিলাম দিগন্তহীন সে সাগর জলে।
আজ সেই আমি সহস্র মাইল পার করা নাবিক
          দু-পা ফেলেই হাফসে উঠি হারায় দিক
নিঃসঙ্গতায় ভর করা মনে
          সঙ্গী খোজার টান করিতে জয় এক্ষনে।
দেহভারে আমি আজ ভাবি তুমি সত্যই সাহসী
          চলে গেছে সুর্যের গতিতে
নির্ভয়ে পথ চলে পাড়াপারের সে আধার রাত্রী
          দুর্গম পথ পেড়িয়ে ।

সাজিয়েছ তোমার বসন্ত তোমার পৃথীবিতে
          পুরনে তোমার প্রত্যাশার ছবি
আমি পথিক রয়েগেছি এ ধরাতে
          কবিতার ভষায় , যে নিছক কবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ