অজানা । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita ojana

অজানা
         

নেশা করে রোজ রাতে বাড়ী ফেরা মানুষ
সমাজে সে নেশাখর কারনটা অজানা
প্রতিটি দিন পাড়ার মোড়ে দাড়ানো কিশোর ছেলেটা
তোমাদের চোখে বখাটে কারনটাও অজানা।
দোকানের খাবার চুরি করে পালানো শিশুটিও চোর বটে
খুধার জ্বালাটা তোমার কি অজানা?
চাকুরি না পাওয়া সংসারের বড় ছেলেটি
অকর্ম্ন্য সেটাও আজ বাস্তবে অজানা।





কি জানে তোমাদের সমাজ ঐ রাতের রমনীদের জীবন
যখন তা কুড়ে কুড়ে খেয়ে গিয়েছে ঘুনে ধরা বাস্তব
--- নাকি সেটাও থাকবে অজানা
সত্য চলাতে সমাজের অর্থহীনতায় ধুকে মড়া 
উচ্চো শিক্ষিত যুবকের সাধারন জীবন যাপন
গননায় তারা নিচে পড়ে গেছে ঐ
দুর্নিতিতে গড়া অর্থ বৈভবের কালে।
তোমাদের অজানা কথাগুলি উই পোকা কেটেছে
কেউ খুলে দেখেনি কোন দিনও
শুধু বলে গেছে কি হবে বলে আর পড়ে 
অজানার সমাজে সবই যে অজানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ