তুমি কবিতা খুজে ফিরনি বলেই আমি কবি
না হলে অন্য কিছু হতে পারতাম তবে কেন হইনি।
এখানে ভাবনার সময় হবে না আমার জানা
তাই ভুলে যাইনি হিসেবের খাতাতে তোমার জমা ষোল আনা।
তোমা আর তোমাদের মাঝে বেমানান বেশে
পার করা মোড় ক্ষন কালের জীবন
থাকনা ঋনের বোঝাটা আমার কাধে
প্রহর গুনে শেষ করি এ জীবন।
অন্য জীবনে না হয় করে দিবো শোধ
তোমার যত ঋন,
আজ বন্ধু দাওয়ানা বিদায়
দেখা হবে না হয় সেদিন।
0 মন্তব্যসমূহ