দুরন্ত সেই কিশরীটি। বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita duronto shei kishori

দুরন্ত সেই কিশরীটি


অনিতারা এখন আর হাসে না আগের মত করে,
দুরন্ত সেই কিশরীটি এখন পৌড় নারীতে,
মুছে গেছে সেই দশ্যিপনা মন সংসারের যাতা কলে
জীবনটা নাকি এমনী হয় সবাই তো তা বলে।
আমাদের মনটা যে বৃদ্ধের দ্বারে
ভুলে কি যাই বার বার
তবেই বুঝি মনে পরে তারে

অভিমানে সে কেদেছে কত হেসেছে যে আবার।

শরতের সকালে হাতে গাথা মালা
হেটে যেত কত বার
আমি অবুঝ না বোঝার ছলে ফেলা
তাকিয়েছিলাম কিনা বার বার।
অনিতা এখনো মাঝ রাতে কাদে বালিশ চাপা সুরে
কতটা পথ যে একাই যাবে সে
ঠিকানাটায় সময় দূর অদুরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ