মহাকালের প্রবাহ । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita Mohakaler Probahe

মহাকালের প্রবাহ


ঘুম ঘুম চোখে চেয়ে থাকা নিরব রাতের জানালায়,
হিমশীতলতায় ভিজে যাচ্ছে মনের জমিন।
বিধবার নির্বাক কান্নায় অস্থির সময়,
কলরবহীন সে জীবন ক্যানভাসে ভাসা ক্ষন।
আমার প্রাপ্তির পথে তোমার পাথেও
ভুলে গেছো যাওয়াটা যে স্বাভাবিক
কতটাইনা অবাক হতাম তখনও

যদি ফিরে আসতে, ফিরে পেতে ভুল দিক।

ঘুম ঘুম চোখে চেয়ে থাকা নিরব রাতের জানালায়,
ঝিঝি পোকার স্বরব গানে
আমি এখন আর অস্থির হইনা বা না হই,
মনটা তবুও টানে সে কালে স্রোতে টেনে।
রুপালি জৎস্নায় স্নান করে গেছে,
চৈত্রর দাবদাহ 
শিশিরে আলতো স্পর্শ কবে যে একে গেছে,
আজো তা দবানলে পুড়ে খোদাই হয় হবে,
-যতদিন রবে এ মহাকালের প্রবাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ