নির্ঘুম তারার মাঝে । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita nirrghum tarar majhe ami

নির্ঘুম তারার মাঝে


রাতের নির্ঘুম তারার মাঝে আমি 
----আজো খুজে ফিরি আমার বিনিদ্র শৈশব
তোমাদের হইনি বলা কি লাভ তাতে
---------- কষ্টো আমার কমে 
না কি বেড়ে যাবে বলে সে সব।
নক্ষত্রদের ভিরে লিখে রেখেছিলাম তাহাদের নাম তার নাম
মনের অকুলে ভিরবে না জানি ভেবে
আজ সে সবে শুধু স্বৃতি খুজে ফেরে 
অজানায় চলে গেছে সে কবে।
কবিতা আমার আর আমাদের মত কবিদের 

ভালবাসা তাদের রবে শুধু তাহাদের- নিষ্ফলের কিছু আবদারে।

তবুও মনের জানালায় আজো উকি দিতে চায়
বসন্তো বাতাশে ভিজে যেতে তায়
পাতা ঝড়া হেমন্ত-শীত শেষে।
তুমি পড়নি সে মহাকালের শেষ বাক্য গাথা
মানুষ্য জীবনে কি বা চাওয়া থাকে
বোঝার অবকাশে পাওনি ব্যাথা
কিবা এ জীবনের কবিতায় লিখা থাকে।
তবুও মাঝ তার এলে এখনো নির্ঘুম হতে চায় মন
ফিরে ফিরে দেখতে তুমি যদি বা না এলে,
দখিনা বাতাশে দৃর্ঘশ্বাশে ভাসা ক্ষন
বেচে থাকি আমরা মানুষ্য ভবে তীলে তীলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ