নিস্তব্ধ পদচারন । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita Nistabdo Podocharon


নিস্তব্ধ পদচারন


কৃষ্ণ দ্বাদশীর বুক চিরে আজ চাদের হাতছানি,
ঢেকে দিয়ে গেছে মাঠঘাট আর নিভৃত প্রান্তর ছারি,
অদুরের অশথ গাছের ছায়া পরে আছে 
নির্জন পথের বাকে,
যেখানে পথিকের নিস্তব্ধ পদচারন যে কত কালে কালে।
হঠাৎ করে যে নিরাবতা ভেঙ্গে দিতে আসে

নিশিথী পাখির গান , বিমহিত হতে সে যায় ডেকে।

নির্ঘুম চোখে আজ রুপালী আলোর স্বপ্নো আকা
তাই নিদ্রা নিতে বিদায় , নক্ষত্রে নক্ষত্রে যাত্রা,
জানালার ফাকে কাকে যেন উকি দিয়ে গেছে 
ভাবি কালের কলরবে হারায় সুর স্বরবে।
মধ্যরাতের যে রুপালী চাঁদ আজ নেমে এসেছে 
পুকুরে পারে রমনী লজ্জা আবরীত চরনে,
বলে গেছে তার রুপ সে শরতের শীশিরে
হাসনা হেনার বনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ