অনিতাকে বলেছিলাম । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita Onitak Bolechila

অনিতাকে বলেছিলাম


অনিতাকে বলেছিলাম ভালবাসার মানে কি
সে নিরুত্তর দিয়ে চলে গিয়েছিল ষোড়শী রাতের মহাকালে,
আজ আমি তার নিরুত্তর পথে চেয়ে 
পার করি সময় স্রোতের ধারা বহমানে।
তবে এক আজো মাঝ রাতে নির্জন ভেংগে
কানে কানে সে হাসি বেজে যায়, নির্ঘুম চাদের সাথে।
অনিতা আজ হেটে বেড়ায় তোমাদের মনে মনে
শহর ছেরে দুরের পথঘাটে
যখন সময়ের বেড়াজালে অসময়ের দ্বারে

কড়া নাড়িরে অনিতাদের হাতড়িয়ে ফেরে।

অন্ধোকারে ডুমের গাছে নেচে যায় মানুষ্য জীবন পত্র
সবুজের মাঝে তার হাতছানি দিয়ে
আলেরা উপহসের ছলে হাসে।
অনিতাকে বলেছিলাম সুখের বাগানের মালি হতে
সে বলেছিল কাচা হার তার পারবে কি গোছাতে
সে এখন অন্য গ্রহে অন্য ছাপথে তার তার জীবন
পেরেছে বৈ শুধু পারেনি সে , গোছাতে আমার মন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ