রোদেলা শহরে । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla kobita Rodela Shohore

রোদেলা শহরে

ভুলে গেছি কবে হারিয়েছিলাম, বাশ বাগানের গানে
মুছে গেছে তার স্বৃতিময়তার সুর, ব্যাস্ত নগরীর বাস ট্রামে।
তুমি ভুলে গেছো কিনা অনিতা তোমার হাসি
আমি ভুলে গেছি সত্যিই অতীতের কথা গুলি আজ বাসি।
আমাদের নগরে এখন চাঁদ উঠে জৎস্না ছরায় আলো
দেখা অবকাশ নেই তবে আজ ,তবুও যে সে আছি ভাল।
এখানে রাতের তারা মুছে গেছে বৈদ্যতিক আলোর ঝলকানিতে

দখিনা বাতাশ কি এসে যা ফিরে অভিমানে, ইচ্ছে হয় না জানতে।

কাল পিচ ঢালা রাস্তায়, খুধা হাতে নিয়ে প্রতিদিনের পথ
যান্ত্রিক যে জীবন এটা থাকবে, তোমার হয়তো ভিন্ন মত।
মাঝ রাতের স্বপ্নো এখানে চার দেয়ালে বন্দি 
বেচে থাকার যে স্বপ্নো দেখে আটি ভিন্ন ফন্দি।
রোদেলা শহরে কংক্রিটের আবরনে খুজে ফিরি তাদের
এখানে খেলে যাবে সোনালী রদ্দুর বৃষ্টি ভেজা আদরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ