আমাকে প্রতিক্ষায় রেখে গেছে। বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita: amake protikShay rekhe geche

আমাকে প্রতিক্ষায় রেখে গেছে

আমাকে প্রতিক্ষায় রেখে গেছে বৃষ্টি ছোয়া রমনী মন
ভাবিয়াছিলাম আজো ভাবি বসে, একাকী কাটায় যে ক্ষন।
তুমি আর তোমাদের নিরব পদাচরন
একেবেকে চলে যাওয়া যে পথ সে পথিকের চলন।
আমি যে পথিক সে কোন আদিম কাল থেকে

ঘর হারা দৈন্যতায় রুগ্নোতায় পথ চেয়ে চেয়ে।


যদিওবা সে শ্রাবন আসে আবার চলে যায়
সবুজ ঘাস মরে যায় আবার গজায়,
কৈ আমার জমিনে তো হয়না সবুজের সমারাহ
শুধুই ধুধু প্রান্তোর কি জানি কত কালের দাবদাহ।
--------------------------------আর না...।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ