কবিতা আজ ঘর ছেড়েছে। বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita: kobita aj ghor chereche

কবিতা আজ ঘর ছেড়েছে
-------------------------------
কবিতা আজ ঘর ছেড়েছে
বেড়িয়ে চলছে তৃষ্ণার্ত বুকে
শ্রাবন দীঘিজল ছেড়ে মরু প্রান্তর ঘেষে
মৃত্তর ভয়কে শুকে।
কবিতা সেদিন ঘর ছেড়েছিল
পরন্ত বিকেলের রঙ্গীন আভায়
প্রাপ্তির পথের ঠিকানা কি খুজেছিল
কতটায় জীবন বাচবে প্রত্যাশ্য।
কবিতা আজো জীবন্ত হতে চায়
বাকা ইশারার দুর্গম চাহনিতে
কবিতা তার পথ হারায়

পেতে তাকে ঘরে না ফিরে।


সবুজ প্রান্তর ঘেসে দাঁড়িয়ে ঠায়
লাল কৃষ্ণচুরার ফুলে ছড়িয়েছে উঠানে
আমার সে হাতছানি ভাবায় না তায়
মালা গাথায় বেখালী গানে।
তবু এ চন্দিমা মাখা রাতে
কবিতা খুজে চলছে মাঠ ঘাট আর জনপদের ভীরে
মায়বীর মায়া জালে সে সুখবিভর স্বপ্নে
ভাবেনা জীবন ফুরায় দিনে দিনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ