আকাশ ছুতে চায় । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita: monta aj akash chute cay

 আকাশ ছুতে চায়


মনটা আজ আকাশ ছুতে চায়
নীলিমাদের মাঝে মিশে হারাতে
সূর্যের পশ্চিমা অস্তচলের পথে
গধুলির রঙের আভায়।
সন্ধ্যার শেষ আলোতে যখন
ব্যাস্ত নগীর ক্লান্ত শরীর মাথা নয়ে পরে
তখন মগ্নো আমার মন
হারাতে অজানা পথে কোন সুদুরে।
পাখিদের নীড়ে ফেরার তারা আছে আজ
মিশে যাচ্ছে নিশ্চুপে মানুষ্য কলরব
আজ আমার নেইকো কোন কাজ

তবে কি আমি ভুলে গেছি আমার চিরন্তন স্বভাব।


অনেকটা সময় পার হয়েছে
নেমে গেছে রাতের তারাদের দল
অদুরে নিশিথী পাখিদের ডানার শব্দে
আলতো জেগে ঘুমিয়ে পরে নিশাচল।
মনটা আজ অন্ধকারে মিশে যেতে চায়
মুক্তির পথে না পেয়ে নিরুদ্দেশের যাত্রায়
কি জানি মিলবে কিনা তা
বেহিসাবীর সকল শুন্য খাতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ