স্বপ্নের আকাশ। বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita: swapner akash

স্বপ্নের আকাশ
তুমি নিরবেই থেকে যাবে কিনা ভাবিনা
তবে আমি ভিজে চলছি বহুকাল ধরেই
পরিচিত আকাশে তোমার মেঘে কিনা
ভেজালে ভিজলে তবে জানবেই।
স্বপ্নের আকাশে তোমার বিচরন প্রতিক্ষনে
আমার মৃত্তিকাময় ভুবন দুর্বিষহময়
তাই মুক্তি নিয়ে দিয়ে গিয়েছিনু সেক্ষনে
হয়তো মনে পরে পরবে বে-খেয়ালতায়।
আজ বৃষ্টি হতে চাইছে বার বার
লোকলজ্জার ভয়ে একাকী ভিজেছে
ক্ষনে ক্ষনে জানি তবে নয় একবার
আষাড়ের গড়া জল যে বার বার শুকিয়েছে।


বহুদিন পড় এ মেঘলা আকাশে
কার মেঘেদের আনাগনায়, আবার ভাবতে চায়
যখন পৃথিবীর সমাজ সংসার, আমার বিপরীত পার্শ্বে
আমি একাকী এ জগৎ সংসারে দাঁড়িয়ে ঠায়.........।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ