আগমীত অতিথী । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita agomit otithi

 আগমীত অতিথী


আমন্ত্রনে হয়েছিলাম আগমীত অতিথী
কোন এক ফাগুনের দ্বিপ্রহরে,
কি ঘোরে নির্বাকে বলেছিলে বসতে
করেছিলে বরন, নিশ্চুপে একাকী।
আজো সে ফাগুন আসে আবার যায় চলে
নিরন্তন পথ চায়, নির্বাক দৃষ্টি,
সবুজ অরন্য এখন মরুর চরনে
যেটা ছিল সাজান অরন্য তোমা সৃষ্টি।
ভুলে যেতে হয় তাই গেছো ভুলে
মানুষ্য সহজাত ধর্মে
আমিও কি পেরেছি সে ছলে
ভুলে থাকার অভিনয় শত মর্মে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ