বুঝিনা এক্ষনেতে । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । bangla kobita bujhini ekhonete

 বুঝিনা এক্ষনেতে

----------------------------------------

পাথরের বুক চিরে যে ঝর্না বহমান
আমরা রুপে বিমহিত হই,
পাথর বুঝি কাদে, কি তার অভিমান
আমরা ভুলে যাই।
আমরা মানুষ আমাদের চিন্তা
আমাতেই ব্যাস্ত, না পেলে চিতকার করি
পেলে দাতাকে ভুলে যাই।
কি স্বার্থপর আমাদের ভাবনা,
সত্যই কি আমরা স্বার্থপর
নাকি আমরা পচে গেছি নালা নর্দমায়
ঘুনে ধরা চিন্তায় দিন পার।
আমাদের চিতকার ঐ চার দেয়ালের মাঝে
প্রতিবিম্বব আকারে ফিরে কানে বাজে
তোমাদের হয়তো পারিনা বুঝাতে
হয়তো নিজেই বুঝিনা এক্ষনেতে।
আজ মাঝ রাতে রুপালি জস্না এলে
তাকেই না হয় বুঝিয়ে বলে দিব
আমাদের চাওয়াটায় কি ছিলে তুমি
নাকি ছিল তোমার নাটকের শুধুই তুমি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ