কুকুড় বেশে আমি । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita kukur beshe ami

 কুকুড় বেশে আমি

----------------------------------------------------------

কুকুর চেটেছে কুকুরের পা
আমি মানুষ্য ভুলে সেই কুকুর হয়েছি,
আজন্ম গোলামীতে আমার চিন্তা বাধা
আমি কুকুর হয়ে বোধ করি জন্মেছি।
যেদিন আমার আজাদি গেছি ভুলে
সেদিন থেকেই মনিবের মনে চলা
তাই কুকুর বেশে আমি আমরা মানব কুলে
সত্য ভুলে মিথ্যাকেই আপনা বলা।
আমার নিজেস্ব মতামত আর নেই
থাকলেও তা হবে মনিব কুলের
আমার কর্ম যে তার চেতনাতেই
বেছে আছি বেশ এসময় কালের।
আমার শিক্ষা আমার বড় হওয়ার সীমানা বাধা
মস্তিকের স্নায়ুতে পশুর রক্ত প্রবাহমান
ভুলে গেছি কবে মানুষ ছিলাম জানিনা
তাই কুকুর বেশেই বাচার চেষ্টাটা আপ্রান।
উৎসর্গ ঃ যে ছেলেটা কুকুরের মনা সমাজ থেকে মানুষ হতে চেয়েছিল (আরবার).





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ