নীড়ে ফিরতে হয় । বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita nire firte hoy

 নীড়ে ফিরতে হয়

--------------------------------

মন বুনহাস মেলেছে পাখা
বিকেলের লাল আলোতে,
ওদের নীড়ে ফিরতে হয়
ভাবি ওদেরও বাড়ি আছে,
তবে কি জান আমার নীড়ের
ঠিকানা হাড়িয়েছি
কোন এক মধ্য দুপুরে,
যখন ক্লান্ত পথিক খোজে একটু ছায়া
অথবা অশান্ত মন খুজে ফেরে মায়া।
আমি আজ় আর ক্লান্ত হয় না
শংখচিলের ডানায় ভর করে
সেই অপ্রাপ্ত গধুলির খোজ করে ফিরি
যেটা কোন এক অসময়ে হাড়িয়েছি।
আমরও খুব ইচ্ছে হয় ঐ
নীড়ে ফিরতে সন্ধ্যা শালিকের সাথে
কি অপুর্ব ভালবাসা আছে ঐ
একান্ত ভালবাসা ঘিরে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ