অন্তর ছূয়ে
------------------------------------------------
সবুজ ঘাস মাড়িয়েই আমার উঠান
যদি তুমি কখন আস তবে দেখবে
উঠানের পাশের গাছটাতে ডালিমের ফুল ধরেছে।
বেছে বেছে যে ডালিম গাছটাই কেন লাগালাম
সেই গল্পোটাই নাহয় তোমাকে শোনাব।
তুমি এখন কাজল পড় বাকা চোখে,
যদি না হয় তবুও বলি,
আকশে মেঘ করলে তার রঙ কেমন কাজল কালি হয়।
মেঘলা দিনে কি তুমি বৃষ্টির অপেক্ষায় থাক,
না থাকলেই বা ক্ষতি কি
বৃষ্টির জল এখন আর স্পর্শ করে না শহুরে জীবন,
ওটা আজ অন্তর ছূয়ে বয়ে যায় সারাক্ষন।
ঝিলেমাঝে শাপলা ফুল ছুয়ে দেখা হয় না বুঝি,
সময় পাওনা জানি খুব ব্যাস্ত তুমি,
এসো নাহয় আমার দিঘি পারে, আমি শাপলাকে বলেছি
--তোমাকে করবে বরন, নব বধুর বরনে।
0 মন্তব্যসমূহ