রাতের শেষ প্রহরে|বাংলা কবিতার পাতা। কবি-হাসান । Bangla Kobita rater shesh prohore

রাতের শেষ প্রহরে

--------------------------------------------------------

রুপালী চাদের আলোতে নীল পরীদের আনাগোনা
ভুলে গেছি কলংক মেখে ডুবে যাবে রুপালী চাঁদখানা।
তখন কি আমি নীল পরীদের খুজে যাব
শরতের এই মেঘলা রাতে।
শিউলী ফুলের ঘ্রান গুলি রাতের শেষ প্রহরে
খজে ফিরছে ষোড়শীর নরম ছোয়া
আমি কুয়াশায় ভিজিয়েছি মন ভুলে শরমে
পেতে সেই আলতা মাখা চরন ছোয়া।
রুপালী চাঁদ আজ জোনাকিদের ঘুম পাড়িয়েছে
ডেকেছে জাগ্রত লক্ষী পেচাটাকে
আমি যে আছিভওই জোনাকীদের ভিরে
ভয় জেগে গেছে এই জ্যোৎস্নাটাকে। 


#poetry #bangla_kobita #bangla_kobitar_pata #kobita #kabita #poem #bangla_poem




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ